সবার আগে ২০১৮ সালে প্রবেশ করবে টোঙ্গা

|

দিন গড়ালে বিদায় নিবে ২০১৭। নতুন বছর ২০১৮-কে বরণ করতে দেশে দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। তবে ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পৃথিবীর বিভ্ন্নি দেশে ২০১৮ সালের প্রথম মুহূর্ত উদযাপিত হবে বিভিন্ন সময়ে।

এবার সবার আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্বাধীন দ্বীপরাষ্ট্র টোঙ্গা ২০১৮ সালের দিন পঞ্জিকা গণনা শুরু করবে। বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টার সময় টোঙ্গা রাজ্য ২০১৭ সাল শেষ করে ২০১৮ সালের প্রথম মুহূর্ত উদযাপন করবে। তার ঠিক এক ঘণ্টা পর বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৫ টায় ইংরেজি বর্ষ বরণে মাতবে নিউজিল্যান্ড।

অন্যদিকে, সবার পরে নতুন বছরকে বরণ করে নেবে যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত দ্বীপ বেইকা এবং হাউল্যান্ড। বাংলাদেশে যখন ১ জানুয়ারি বিকাল ৪টা ১ মিনিট তখন নতুন বছরের উদযাপনে মেতে উঠবে এই দ্বীপ দুটি।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply