লালমোহনে সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

|

ভোলার লালমোহনে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে আজ বিকালে পৌর এলাকার ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন বরিশাল বিভাগের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন প্রমুখ।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান এ কথাটা প্রতিটি মানুষের মনে রাখলেই চলবে না। তা বাস্তবায়নও করতে হবে। পৌর এলাকার পাড়া মহল্লাসহ প্রতিটি ইউনিয়নেই মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। এভাবেই মাদকের বিরুদ্ধে প্রত্যেকে অবস্থান নিলে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply