চীনের উহানে থাকা বাংলাদেশিরা ৬ ফেব্রুয়ারির পর দেশে ফিরতে পারবেন

|

করোনাভাইরাস খুবই সংক্রামক তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। তিনি বলেন, করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ও ওষুধ নাই, তাই সংক্রমণ রোধে সতর্ক থাকতে হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সরকারের প্রস্তুতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্ভব্য যত ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রায় ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন। তাদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। কেউ এখনো আক্রান্ত হয়নি। চীন সরকার ১৪ দিনের মধ্যে কাউকে সেই শহরটি ত্যাগ করতে দেবে না বলে জানিয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারির পর থেকে চীনের উহানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে দেশে আসতে পারবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply