ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ৩

|

বাগদাদের স্পর্শকাতর গ্রিনজোনে আবারও হামলার শিকার হলো মার্কিন দূতাবাস। রোববার, ইরাকি সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে কূটনৈতিক ভবনটিতে আঘাত হানে ৩টি ক্ষেপণাস্ত্র। হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। কয়েক বছরের মধ্যে এই প্রথম রকেট হামলায় বাগদাদে কোনো মার্কিন দূতাবাস কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেলো।

মার্কিন জয়েন্ট অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানায়, ভবন লক্ষ্য করে পাঁচদফা রকেট হামলা হয়। যাতে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দূতাবাসের ক্যাফেটেরিয়া। অবশ্য, হামলায় কোনো প্রাণহানি হয়নি।

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ধারাবাহিক হামলার ফলে ইরাক আবার যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের কূটনৈতিক সুযোগসুবিধা ও নিরাপত্তা দেয়ার যে বাধ্যবাধকতা ইরাকি কর্তৃপক্ষের রয়েছে, তাদের তা পালনের আহ্বান জানাচ্ছি আমরা।

দেশটিতে মার্কিন স্থাপনায় রোববারের এই হামলাল দায় কেউ স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বলছে, ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠীগুলো এ হামলা করছে।

এদিকে, ইরাকজুড়ে চলা সরকার বিরোধী আন্দোলনে রোববারও নিহত হয়েছেন এক বিক্ষোভকারী; আহত হয়েছেন কমপক্ষে ১০০ মানুষ। এদের মধ্যে, ৭৫ জনই দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াহ’র। সেখানে, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে। নিয়ন্ত্রণে নেয় শহরের প্রবেশপথ হিসেবে ব্যবহৃত মূল সেতুটি। দুর্নীতিবাজ সরকারের পতনের লক্ষ্যে গেলো ৫ মাস ধরেই উত্তাল ইরাক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply