টিকাটুলীতে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫

|

নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিজেদের নেতাকর্মী বলে দাবি করেছে বিএনপি।

এর আগে, রোববার রাতে সংঘর্ষের ঘটনায় ওয়ারী থানায় হত্যাচেষ্টা মামলা করেন ঢাকা দক্ষিণের ৩৯ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের নেতা মাকসুদ আহমেদ। এতে আসামি করা হয়েছে বিএনপির ৫০ নেতাকর্মীসহ অজ্ঞাত দেড়শ জনকে। এরপরই অভিযানে নামে পুলিশ। অন্যদিকে, বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে সেটি গ্রহণ করা হয়নি এমন অভিযোগ তোলা হয়েছে।

পুলিশের ওয়ারি জোনের এডিসি শাহ্ ইফতেখার জানান, সংঘর্ষের ঘটনায় করা মামলায় চার এজাহারভুক্ত আসামি ও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সময় ওই সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে সাংবাদিকসহ বেশ দু’পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply