পাবনায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর, আহত ১৫

|

পাবনা জেলা-যুগান্তর

পাবনা প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি গঠনকে কেন্দ্র করে পাবনার সুজানগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় বেশকিছু বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় আহমেদপুর ইউনিয়নের বিরাহীমপুর স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করে। সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন বাবু গ্রুপ এবং আব্দুর রশিদ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়।

এরই জের ধরে রোববার দুপুরে বাবু গ্রুপের লোকজন রশিদ গ্রুপের লোকজনের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি মারপিট করে। এতে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময় বেশকিছু বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানান, দলের মধ্যে এমন ঘটনা কাম্য নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply