জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

|

জয়পুরহাট প্রতিনিধি
ভারতে ওয়ার্ল্ড হিউম্যানিটি কমিশন কর্তৃক আন্তর্জাতিক মানবতা পুরস্কার পাওয়ায় জয়পুরহাটের জামালগঞ্জে স্থানীয় সমাজকর্মী খোরশেদ আলম কে সংবর্ধনা ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে এলাকাবাসী।

আজ সকালে আক্কেলপুর উপজেলার চকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ও বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি যমুনাটিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, স্থানীয় ইউপি সদস্য রেজুওয়ান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ভারতে আন্তর্জাতিক মানবতা পুরস্কার পাওয়া খোরশেদ আলম কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গ্রামবাসীরা। এরপর এলাকার প্রায় ৫ শতাধিক গরীব, দুঃখী মানুষ এবং চকবিলা স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply