অসম্পূর্ন তথ্য নিয়ে সংশোধিত বাজেট আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের না

|

অসম্পূর্ন তথ্য নিয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আলোচনায় আসতে বারন করেছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি সরকারের ৭২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের উদ্দেশে এ বিষয় চিঠি পাঠায় অর্থ বিভাগ। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যলয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

সংশোধিত বাজেট নিয়ে আলোচনা করতে হলে দপ্তরগুলোকে আট ধরনের তথ্য রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ বিভাগের নেতৃত্বে ১৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫টির বেশি দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আলোচনা। মন্ত্রণালয় বা বিভাগুলো কত টাকা পেয়েছে এবং তা খরচের পরিসংখ্যান, প্রধান হিসেবরক্ষন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হবে । বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করছেন অনেকে মন্ত্রণালয়। এতে করে আর্থিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

চলতি বছর রাজস্ব আদায় সন্তোষজনক না হওয়ায় বাড়তি বরাদ্দ না চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply