মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

|

দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসে তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ বইছে। দিনে রোদ থাকলেও বিকেল গড়াতেই কমছে তাপমাত্রা। তীব্র শীতে দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশায় সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। একই চিত্র ঘাটগুলোতে। ব্যাহত ফেরি চলাচল। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

হাসপাতালগুলোতে এখনও কমেনি শীতজনিত রোগীর সংখ্যা। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামি কয়েকদিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply