মাইকেল মধুসূদনের ১৯৬তম জন্মদিন আজ, কবি স্মরণে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা

|

বাংলা কবিতায় সনেট ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মদিন আজ। এ উপলক্ষে কবির বাস্তুভিটা যশোরের সাগরদাঁড়ীতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসন আয়োজিত এ মেলায় যশোর ও আশপাশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসছেন মধুপ্রেমীরা।

২২ জানুয়ারি অনেকটা অনানুষ্ঠানিক ভাবে শুরু হওয়া এ মেলায় রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মহাকবির বাস্তুভিটা ঘুরে দেখার পাশাপাশি মেলা থেকে নানা কেনাকাটাও করছেন আগত দর্শনার্থীরা। মেলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

মেলা উপলক্ষে কবির জন্মদিনে প্রতিবছর কবির জীবনীর উপর গবেষণা করার জন্য ৩ জনকে পদক দেয়া হয়ে থাকে। মেলায় আগত কবিভক্তরা মনে করেন মধুকবির স্মৃতি অম্লান রাখতে কবির নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরী।

মেলায় আগতদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গনে প্রতিদিনই চলছে নাচ-গান, যাত্রাসহ নানা আয়োজন। থাকছে কবির জীবনের উপর বিষয়ভিত্তিক আলোচনাও। আগামী ২৮ জানুয়ারি শেষ হবে এই মেলা।

১৮২৪ সালের এই দিনে যশোরের সাগরদাঁড়ীর জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply