এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

|

স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে রোববার থেকে আমরণ অনশনে নামবেন শিক্ষকরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা কয়েক শ’ শিক্ষক।

তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি মানার ব্যাপারে কোন আশ্বাস মেলেনি বলে জানাচ্ছেন আন্দোলনরতরা। আন্দোলনের সাথে সংহতি ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।

সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। শিক্ষক আছেন প্রায় ৭৫ হাজার। এই প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাদানের অনুমতি দেয়া হয়েছে। তবে সরকারিভাবে বেতন দেয়া হয় না। শিক্ষকদের অভিযোগ, অন্যান্য সূত্র থেকে তাদের বেতন পাওয়া কথা থাকলেও অনেকে বছরের পর বছর ধরে পাচ্ছেন না।

নিরুপায় হয়ে এখন সরকারের কাছে বেতন-ভাতা চাচ্ছেন। আন্দোলনের কারণে পহেলা জানুয়ারি জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply