‘আজাদি’ স্লোগান দিলেই দেশদ্রোহী: যোগীর কড়া হুঁশিয়ারি

|

ভারতের নাগরিকত্ব সংশোধন আইন বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে। নিজের রাজ্যে আন্দোলন দমাতে উঠে পড়ে লেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি লখনৌয়ের বিখ্যাত ক্লক টাওয়ারের নিচে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভকারীদের মুখে উঠে আসছে ‘আজাদি’ স্লোগানও। এটি নিয়ে যোগীর সাফ কথা, ‘আজাদি’ স্লোগান দিলে তাদেরকে ‘দেশদ্রোহী’ বলে গণ্য করা হবে। বিক্ষোভকারীদের শক্তহাতে দমন করা হবে বলেও জানান তিনি।

বুধবার কানপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের হয়ে প্রচার সমাবেশে যোগ দিয়ে যোগী আদিত্যনাথের কড়া বার্তা, প্রতিবাদের নামে কেউ যদি আজাদি স্লোগান দেন তবে সেই বিষয়টিকে দেশদ্রোহিতার মতো অপরাধ বলে গণ্য করা হবে এবং সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতেরই বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছেন যারা তাদের রেয়াত করা হবে না।

উত্তরপ্রদেশে এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়েছে। আর প্রতিবারই পুলিশ সেই প্রতিবাদ-বিক্ষোভে হামলা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply