লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক ফুটবলার জর্জ উইয়াহ

|

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন, সাবেক তারকা ফুটবলার জর্জ উইয়াহ। ৬১.৫% ভোট পেয়ে মূল প্রতিদ্বন্দ্বী জোসেফ বোয়াকাইকে পেছনে ফেলেছেন উইয়াহ।

লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বোয়াকাই পেয়েছেন ৩৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই, বিজয়োল্লাসে মেতেছেন উইয়াহ’র লাখো সমর্থক। ফিফার একসময়ের বর্ষসেরা ফুটবলার উইয়াহ, খেলা থেকে অবসর নেয়ার পর ২০০২ সালে রাজনীতিতে পা রাখেন। ছিলেন সিনেটরও। গেল অক্টোবরে নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণেও এগিয়ে ছিলেন তিনি। তবে তখন দীর্ঘ ১২ বছর লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বোয়াকাই’র বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা ছিল না তার; যার ফলে দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply