লেমিনেটেড পোস্টার ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

|

সিটি নির্বাচন’সহ যে কোন নির্বাচনী প্রচারণায় প্লাস্টিক লেমিনেটেড পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে ভোট শেষে পোস্টার দ্রুত সরিয়ে ফেলতেও বলা হয়েছে।

সকালে বিচারপতি ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন সম্প্রচারের পর তা দৃষ্টিগোচর করা হলে এ আদেশ দেন আদালত। আজ থেকে সারাদেশে সকল প্রকার লেমিনেটেড পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি নতুন করে কোন লেমিনেটেড পোস্টার না লাগানোরও নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে পোস্টার ছেয়ে যায় বিভিন্ন এলাকা। তবে ভোট শেষে কোন প্রার্থীই সেসব পোস্টার সরিয়ে নেন না। এতে ক্ষতি হয় পরিবেশের।

দেখুন প্লাস্টিক পোস্টার নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply