মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

|

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা। মঙ্গলবার সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় পাঠানো হয়েছে বলে জানায় ইন্দুরকানী থানা পুলিশ।

জানা যায়, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের ছেলে বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. সজীব হাওলাদার অনিক (২০) নেশার টাকা না পেয়ে তার পিতা-মাতাকে মারধর করে। পরে পিতা মো. হাবিবুর রহমান ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে মাদকাসক্ত ছেলেকে তুলে দেয়।

এ ব্যাপারে অনিকের স্বজনরা জানান, সোমবার বিকেলে অনিক তার বাবার কাছে টাকা চায়। কিন্তু টাকা না দেয়ায় অনিক তার বাবা ও মাকে মারধর করে । পরে রেগে গিয়ে পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমির দলিল, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে দেয়।

অনিকের পিতা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হাওলাদার জানান, ছেলে মাদক সেবনের জন্য টাকা দাবি করলে আমি টাকা না দেয়ায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে । দা (দেশীয় অস্ত্র) নিয়ে আমাদের কোপাতে আসে। আমি নিরুপায় হয়ে ইন্দুরকানী থানা পুলিশে খবর দেই।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, নেশাগ্রস্ত ছেলে পিতা-মাতাকে মারধরের খবর শুনে আমরা সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। অনিককে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, অনিক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply