বিশ্ব ইজতেমার দুই পর্বে ২৪ মুসল্লির মৃত্যু

|

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দুই পর্বে ২৪ মুসল্লির মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনা, বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে এ ২৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার কন্ট্রোল রুমে মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান,গত ৯ জানুয়ারি মারা যান সিরাজগঞ্জের খোকা মিয়া। পরের দিন ১০ জানুয়ারি রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান চট্টগ্রামের মোহাম্মদ আলী, একই দিন রাজশাহীর চারঘাটের তমিজউদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক মারা যান।

১১ জানুয়ারি রাত পৌনে ২টার দিকে মারা যান কুমিল্লার বিংলাবাড়ি গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে তমিজউদ্দিন, একই দিন ভোর ৪টার দিকে মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার শাহজাহান। ভোর ৬টার দিকে মারা যান নারায়ণগঞ্জের ইউসুফ মেম্বার, হাতেম আলীর ছেলে মো. আলী আজগর বয়াতী, চট্টগ্রামের ইয়াকুব আলী, নওগার শহীদুল ইসলাম। এ ছাড়া একই দিন সড়ক দুর্ঘটনায় মারা যান নেত্রকোনার মো, মাজহারুল ইসলাম।

১২ জানুয়ারি রাত ৩টার দিকে জয়পুরহাটের হাতখোলা গ্রামের আব্দুল মমিন, সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ধলিয়া বাজার গ্রামের পীরবক্সের ছেলে নূর ইসলাম,কক্সবাজার জেলার করাচিপাড়া গ্রামের মসন আলীর ছেলে ওলি আহমেদ ও শেরপুর জেলার চরশেরপুর গ্রামের ময়েজ আলীর ছেলে আব্দুল কাইয়ুম মারা গেছেন।

১৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যান চাপায় মারা যান নরসিংদীর বিরবাগ মধ্যপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুরুজ মিয়া মারা যান।

১৬ জানুয়ারি রাত আড়াইটার দিকে গাইবান্ধা জেলার টেংরাকান্দি গ্রামের রমজান আলীর ছেলে গোলজার হোসেন ট্রেন দুর্ঘটনায় মারা যান। একই দিন সুনামগঞ্জের চাঁনপুর গ্রামের হযরত আলীর ছেলে আলাউদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা যান। একই দিন মারা যান ঢাকার নলকোগ এলাকার ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া।

১৮ জানুয়ারি রাত দেড়টার দিকে শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছেন রংপুরের ওসমানপুর গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর, রাত ২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ঝিনাইদহের কালাহাট গোপালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আফম জহুরুল আলম।

এ ছাড়া বার্ধক্যজনিত কারণে ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেলার কামালের হাট গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুস সোবহান, সকাল সাড়ে ১০টার দিকে মারা যান নোয়াখালীর আজিমনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন, রাত ১০টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান চুয়াডাঙ্গার খাদিমপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ফজলুল হক।

১৯ জানুয়ারি হার্ট অ্যাটাকে মারা যান গাইবান্ধা জেলার চাঁদপাড়া দুর্গাদাহ গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাহ আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply