আখেরি মোনাজাত দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

|

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। জোহরের আগেই শেষ হবে সাদপন্থীদের ইজতেমার আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামসেদ।

এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে হাজির দেশ-বিদেশের লাখো মুসল্লি। রাত থেকেই ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। আখেরি মোনাজাতের কারণে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী থেকে জয়দেবপুর চৌরাস্তা, মীরেরবাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মোনাজাত শেষ হলে এসব সড়কে স্বাভাবিক হবে যান-চলাচল।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ৭ জন মুসল্লি। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫-তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply