ট্রাম্পের অভিসংশন: জুরি হিসেবে সিনেটরদের শপথ গ্রহণ

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ- সিনেটে জুরি হিসেবে শপথ গ্রহণ করলেন ১০০ আইন প্রণেতা।

স্থানীয় সময় বৃহস্পতিবার, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার জন্য প্রধান বিচারপতি জন রবাটর্সের নেতৃত্বে শপথ নেন সিনেটররা। আগামী কয়েক সপ্তাহ নানা যুক্তিতর্ক এবং তথ্য-প্রমাণাদি উপস্থাপনের মাধ্যমে তারাই ঠিক করবেন ট্রাম্প ক্ষমতায় বহাল থাকবেন কিনা। অবশ্য, সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায়; সেখানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ দুরহ হবে। আনুষ্ঠানিকভাবে ২১ জানুয়ারি শুরু হবে বিচার প্রক্রিয়া।

গেলো ডিসেম্বরে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তকাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে অভিশংসিত হলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply