আইফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল

|

নিরাপদে গুগল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা এনেছে গুগল। টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আর ব্যবহারকারীদের আলাদা সিকিউরিটি কি নিয়ে আর ঘুরতে হবে না। আইফোনে এসএমএসে পাওয়া কোড দিয়েই তারা লগ ইন করতে পারবে। এতদিন এই সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেয়ে আসছিল। এবার গুগল স্মার্ট লক অ্যাপটি আপডেট করায় এখন আইফোন ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। ব্যবহারকারী যতবারই গুগল অ্যাকাউন্টে ঢুকতে চেষ্টা করবেন ততবারই তাকে অ্যাপটি চালু করতে হবে। আইফোনকে সিকিউরিটি কী হিসেবে ব্যবহার করতে লগ ইন করতে হবে ক্রোম ব্রাউজার দিয়ে। এ ছাড়া আইএসও ডিভাইস ও কম্পিউটারে ব্লুটুথ চালু রাখতে হবে। আইফোন সিকিউরিটি কোড পেতে প্রথমে গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে। গুগল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে এ সুবিধা পাওয়া যাবে না। গত বছর গুগল, অ্যান্ড্রয়েড নোগ্যাট ও এর পরের সংস্করণের ব্যবহারকারীদের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকশন সুবিধা আনে। এর ফলে জিমেইল ও ড্রাইভসহ গুগলের অন্যান্য ফাস্ট পার্টি অ্যাপে সাইন ইন করার সময় ফোন সিকিউরিটি কোড পাচ্ছেন ব্যবহারকারীরা। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে এসএসএসের মাধ্যমে ব্যবহারকারীর ফোন গোপন কোড পাঠানো হয়। ডেক্সটপ থেকে অ্যাকাউন্টে লগ ইন করার সময় এই কোড দিতে হয়। এতে অ্যাকাউন্টে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply