তুষারধসে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে নিহত ১৭২

|

প্রচণ্ড শীত আর বরফধসে ভারত-পাকিস্তান-আফগানিস্তানে প্রাণহানি হয়েছে ১৭২ জনের। পাকিস্তানের আজাদ-কাশ্মিরেই মঙ্গলবার এই সংখ্যা ছাঁড়িয়েছে ৭৬ জনে। বুধবার, বরফে চাপা পড়া ২১ হতভাগ্যের মরদেহ উদ্ধার করা হয়।

এদিন, মুজাফফরাবাদের সামরিক হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। নীলম উপত্যকায় তুষারধসে পুরোপুরি বিধ্বস্ত দুই শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। তীব্র তুষারপাত অব্যাহত আছে আজও।

বেলুচিস্তান আর পাঞ্জাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে আরও ৪৫ জনের। ভারতের জম্মু-কাশ্মিরে তুষারধসে মারা গেছে ছয় সেনাসহ কমপক্ষে ১২ জন। আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা না বাড়লেও, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। কান্দাহারসহ আরও তিন প্রদেশে রোববার থেকে তুষারপাত, বৃষ্টি-বন্যায় ৩শ’র বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে দেশটিতে ৩৯ জনের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply