পদত্যাগ করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী

|

পদত্যাগ করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে পুতিন তাকে নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে, পুতিন পার্লামেন্টে সংবিধান পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেন। পুতিন প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের চেয়ে বেশি রাখার প্রস্তাব করেন। একই সঙ্গে নিরাপত্তা কাউন্সিলে উপপ্রধান পদ সৃষ্টিরও প্রস্তাব করেন পুতিন। তিনি সে পদে দায়িত্ব নিতে মেদভেদেভকে আহ্বান জানান।

পদত্যাগের পর মেদভেদেভ বলেন, প্রেসিডেন্টের প্রস্তাবিত পরিকল্পনা দেশের ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আনবে। আর সেকারণেই বর্তমান কাঠামোর পুরো সরকার পদত্যাগ করছে। পরিবর্তন বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে আমাদের দেশের প্রেসিডেন্টকে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, পরবর্তী সব সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন।

রাশিয়ার সংবিধান অনুযায়ী, টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট থাকা যায় না। একারণে তিনি দুইবার প্রেসিডেন্ট থাকার পর প্রধানমন্ত্রী হন। পরে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

পুতিনের সমালোচকরা বলছেন, সংবিধানের এমন সংশোধনের প্রস্তাব পুতিনের ক্ষমতার শীর্ষে থাকার ষড়যন্ত্র। চলতি দায়িত্ব শেষে যেন আবারো প্রধানমন্ত্রী হতে পারেন সেজন্য এমন প্রস্তাব। তবে রাশিয়ায় এখনো তুমুল জনপ্রিয় পুতিন। রাশিয়ার জনগণ তাকে কল্যাণকর নেতা মনে করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply