বিমান ভূপাতিত করার ঘটনায় দায়ী কয়েকজনকে গ্রেফতার করেছে ইরান

|

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা করতে গিয়ে ভুলক্রমে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত করার ঘটনার জন্য দায়ী কয়েকজনকে গ্রেফতার করেছে ইরান। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে বিমান বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম এমন তথ্য জানানো হলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে সরকারের মূখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, জোরালো তদন্ত চলছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে এরচেয়ে বেশি কিছু তিনি জানানি। মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে সেই তথ্যও জানানো হয়নি।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল সোলাইমানি ও তার কয়েকজন সহযোগী নিহত হন। এর তিনদিন পর ইরাকে মার্কিন সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। এসময় একটি মিসাইল ভুলবশত তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি যাত্রীবাহী বিমানকে আঘাত করলে সেটি ১৭৬ যাত্রীসহ বিধ্বস্ত হয়।

সূত্র: আল জাজিরা, এপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply