দুই সিটি নির্বাচনের ভোটের দিন পরিবর্তনে রিটের রায় আজ

|

আজ সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটের দিন পরিবর্তন চেয়ে করা রিটের রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আরমের হাইকোর্ট বেঞ্চে ভোটের দিন পরিবর্তন চেয়ে করা রিটের শুনানি শেষ হয়। একই সাথে রিটের বিষয়ে আজ আদেশ দেয়া হবে বলেও জানিয়ে দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ ও নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply