বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

|

বগুড়া ব্যুরো:

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ শুরু হয় এই ভোটগ্রহণ। এই পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম-এ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ১৬ হাজার ভোটার।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, সকাল ৯টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫২টি বুথে। বুথগুলোর জন্য অতিরিক্ত ইভিএমও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি’র দুজন এবং স্বতন্ত্র দুজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটাগ্রহণ চলবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply