এবছর থেকে শীতকালীন মহড়া শুরু করেছে বিজিবি

|

দক্ষতা বাড়াতে এবছর থেকে শীতকালীন মহড়া শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি। দেশের সীমান্ত ও আশপাশের এলাকায় যুদ্ধ বাধলে, শত্রুপক্ষের সাথে কেমন হবে আধা-সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের তৎপরতা। নদী, সড়কপথ, রেলপথ বেষ্টিত এই দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় কেমন হবে বিজিবি সদস্যদের রণকৌশল! সেই কৌশল হাতে কলমে শিখছেন বিজিবি সদস্যরা। সেনাবাহিনীর সহায়তায় সারাদেশে বিজিবির চার হাজার সদস্য এ মহড়ায় অংশ নিয়েছে।

প্রতিষ্ঠার পর শীতকালীন মহড়ার প্রচলন ছিল না সীমান্তরক্ষায় দিন-রাত জাগ্রত এই বাহিনীতে। সেনাবাহিনীর কৌশলগত সহায়তায় এবারই প্রথম সেই আয়োজন করা হয়েছে। সারাদেশের ৬টি ব্যাটালিয়নের সদস্যরা এই মহড়ায় অংশ নেন।

কর্মকর্তারা বলছেন, মাঠ পর্যায়ে বিজিবি সদস্যদের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ। কিশোরগঞ্জের ভৈরবে এরকম একটি মহড়া পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

বিজিবি মহাপরিচালক বলেন, আগের চেয়ে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দক্ষতা। এই মহড়ায় শেখানো হচ্ছে, স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে সীমান্ত সুরক্ষার কৌশল।

তিনদিন পর সেনাবাহিনীর সাথে একই সাথে শেষ হবে মহড়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply