শীতে কাঁপছে দেশ, আজ দেখা মিলবে সূর্যের

|

কনকনে শীতে কাঁপছে সারা দেশ। অনেক জায়গাতেই দিনভর দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রা ওঠানামা করছে ১০ ডিগ্রির ঘরে। ঠাণ্ডায় জনজীবনেও পড়েছে বিরূপ প্রভাব। তবে, আজ থেকেই আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিলবে, কমবে শীত; জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালটা ঘন কুয়াশায় মোড়ানো। অনেক বেলা অবদি দেখা মিলে নাই সূর্যের। শীতে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে বের না হয়ে উপায় নেই। তবে, হাড় কাঁপানো শীত, চরম ভোগাচ্ছে তাদের। বিশেষ করে বয়স্করা ভুগছেন, সবচে বেশি।

এদিকে হাসপাতালগুলোতেও ভিড় লেগেই আছে। প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্তরা ভর্তি হচ্ছে। যাদের বেশিরভাগই শিশু।

ঘন কুয়াশায় প্রায় প্রতিদিনই বিলম্ব ঘটছে নৌযান চলাচলে। দৌলতদিয়া-পাটুরিয়া আর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি বন্ধ থাকছে প্রায়ই। ঘাটে আটকা পড়ে প্রচণ্ড শীতে ভোগান্তির শিকার যাত্রীরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈশ্বরদী, কুড়িগ্রাম, পঞ্চগড় আর কুষ্টিয়ার ওপর দিয়ে বইছে হিমেল হাওয়া। অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। তবে, শিগগিরই আবহাওয়ায় পরিবর্তন আসবে, বাড়বে তাপমাত্রা; জানালেন, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা।

আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন বলেন, আগামীকাল থেকে ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা বাড়তে থাকবে। তবে রাতে শীত অনুভুত হবে। এ মাসের শেষ দিকে আরো একটা শৈত্য প্রবাহের দেখা মিলতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply