আখেরি মোনাজাতে যোগ দিতে টঙ্গীতে মানুষের ঢল

|

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে যোগ দিতে টুঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। কনকনে শীত ও হিমেল বাতাসে শনিবার ইজতেমায় যোগ দেন মুসল্লিরা। ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ময়দানে পানি স্বল্পতা ও ময়লার স্তূপের জন্যও দুর্ভোগ পোহাতে হয়েছে মুসল্লিদের। বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে এ পর্যন্ত ১২জন মুসল্লি মারা গেছেন। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply