খাজনা নিয়ে বিরোধ, ইজারাদারের ধাক্কায় কৃষকের মৃত্যু

|

জামালপুরে বাজারের খাজনার টাকা নিয়ে বিরোধে নুরুল ইসলাম নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে বাজারের ইজারাদারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম ভাটারা বাজারে ৪ মণ আলু বিক্রি করতে আসে। এসময় বাজারের ইজারাদার লাভলু মিয়া প্রতিমণ আলুর জন্য ২০ টাকা খাজনা দাবি করলে নুরুল ইসলাম প্রতিমণ আলুতে ১০ টাকার বেশি খাজনা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইজারাদার লাভলু মিয়া কৃষক নুরুল ইসলামকে একটি দেয়ালের সাথে ধাক্কা দিলে মাথায় আঘাত পান নুরুল ইসলাম। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়। পরে সেখানে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নুরুল ইসলামের লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply