ছিনতাইয়ের কবলে ইবি ছাত্রী

|

কুষ্টিয়া শহরের টালিপাড়া এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের এক ছাত্রী। এতে ওই ছাত্রী সামান্য আহত হলেও খোয়া যায় তার মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস কেয়া শহরের টালিপাড়া এলাকার এক ছাত্রাবাসে থেকে পড়াশুনা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ছাত্রী প্রয়োজনীয় কাজ সেরে রিক্সাযোগে ছাত্রীবাসে যাচ্ছিলেন। পথিমধ্যে দুই মোটরসাইকেল আরোহী যুবক তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে বাম হাতের একটি আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। তবে তার অবস্থা গুরুতর নয়। বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই ছাত্রীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে তার চিকিৎসা দেয়।

ঘটনার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরেশচন্দ্র বর্মনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তার ছুটে আসেন ছাত্রাবাসে। তবে এঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply