সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন আহমদ শফী

|

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন তারই পুত্র হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

বুধবার ভোর রাত থেকে হজমজনিত সমস্যার সঙ্গে পাতলা পায়খানা ও বমি শুরু হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকালে শারীরিক সুস্থতা অনুভব করায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিলে তিনি মাদ্রাসায় ফেরেন।

বর্তমানে তিনি মাদ্রাসায় অবস্থান করছেন এবং আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানান আল্লামা শাহ আহমদ শফীর একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

বুধবার সকাল ১০টায় শাহ আহমদ শফী শরীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল সিএসসিআর-এ ভর্তি করানো হয়। ওই দিন বিকাল থেকে হুজুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি তথা বমির মাত্রা অনেকটা কমতে থাকে। এ ছাড়া রাতের দিকে শারীরিক অন্যান্য অবস্থার আরও উন্নতি হতে থাকে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতাল থেকে হুজুরকে অব্যাহতি দেয়া হয়। হুজুর বর্তমানে শঙ্কামুক্ত ও পুরোপুরি সুস্থ।

হেফাজত আমীরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া এবং অগনিত ভক্ত-অনুরাগী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া-ভালোবাসায় মহান রাব্বুল আলামীনের কৃপাতে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন বলে জানান মাওলানা আনাস মাদানী।

প্রসঙ্গত, প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply