ভুক্তভোগী ঢাবি শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল

|

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ। এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে তিনি জানান, নিপীড়নের শিকার শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেয় হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। এক সপ্তাহ পর ওই শিক্ষার্থীকে ফলোআপের জন্য হাসপাতালে আসতে বলা হয়েছে।

গত রোববার (৫ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই শিক্ষার্থী অতর্কিত আক্রমণ করে ধর্ষণ করে এক ব্যক্তি। ছাত্রীটি তখন অচেতন ছিলেন। পরে জ্ঞান ফিরে আসলে দ্রুত এক বান্ধবীর বাসায় যান তিনি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করান সহপাঠীরা। বুধবার ভোরে শেওড়া রেলস্টেশন এলাকা থেকে ধর্ষক মজনুকে গ্রেফতার করে র‌্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply