কুর্মিটোলা এলাকায় ৭৬টি অস্থায়ী ঘর গুড়িয়ে দিয়েছে র‍্যাব

|

রাজধানীর কুর্মিটোলা থেকে কুড়িল পর্যন্ত রেললাইনের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি অস্থায়ী ঘর গুড়িয়ে দিয়েছে র‍্যাব। আজ সন্ধ্যায় এ অভিযান চালায় র‍্যাব।

এই পথে চলাচল করা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান চলবে বলে জানিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণ র‍্যাব সদস্য নিয়ে সন্ধ্যার কিছু আগে শুরু হয় অভিযান। দখলদার কাউকে আটক করা যায়নি, এর আগেই পালিয়ে যান তারা।

র‍্যাব জানায়, এতদিন ধরে অপরাধের এমন ক্ষেত্র যারা হতে দিয়েছেন তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি রেললাইনে পরে থাকা পরিত্যক্ত বগিগুলো সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে আজই জানাবে র‍্যাব।

গেল রোববার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply