ইরান ও যুক্তরাষ্ট্রের বিবাদ তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

|

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে সম্মতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স, সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ’সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ মঙ্গলবার সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবাদকে ওই দুই রাষ্ট্রের মধ্যকার বিষয় হিসেবে দেখছে সরকার। সবার সাথে মিত্রতা, কারও সাথে শত্রুতা নয় এই নীতিতেই আছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply