নেহেরু বিশ্ববিদ্যালয় কাণ্ডে মুখ খুললেন টুইঙ্কেল খান্না

|

তথাকথিত পলিটিকালি কারেক্ট উক্তি করতে খুব একটা দেখা যায় না টুইঙ্কল খন্নাকে। কোনও রাখঢাক না করেই নিজের বক্তব্য স্পষ্টভাবে জাহির করার ক্ষেত্রে তার জুড়ি নেই। এক্ষেত্রে তিনি অতি সাবধানী স্বামী অক্ষয় কুমারের থেকে অনেকটাই আলাদা। এবার তিনি মুখ খুললেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলার পর।

৫ জানুয়ারি জওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর যে হামলা চালানো হয়, তার তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী লেখিকা টুইঙ্কেল। টুইটারে টুইঙ্কেল লিখলেন, এই হলো ভারত যেখানে গরুদের নিরাপত্তা ছাত্র-ছাত্রীদের থেকে বেশি। আবার এটাই ভারত যাকে আর চুপ করিয়ে রাখা যাবে না। হিংসার আশ্রয় নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না। এতে আরও বেশি করে প্রতিবাদের ঝড় উঠবে, আরও বেশি করে মানুষের ঢল নামবে রাস্তায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply