ওয়ানটাইম প্লাস্টিক পণ্য, পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধের নির্দেশ

|

উপকূলীয় অঞ্চল এবং দেশের সব হোটেল-রেঁস্তোরায় ওয়ানটাইম প্লাস্টিক পণ্য, পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক বছরের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। বিদ্যমান আইন বাস্তবায়নে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে চান আদালত।

ওয়ানটাইম প্লাস্টিক ব্যাগ, প্যাকেট, বোতল, পলিথিন ব্যবহার বন্ধে সরকারের ব্যর্থতাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না এবং ২০২২ সালের এসব পণ্য ব্যবহার ও বাজারজাত কেনো বন্ধ হবে না, তা জানতে রিট করে পরিবেশবাদি সংগঠন বেলা। রিটের শুনানিতে আদালত এই আদেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply