ধর্ষকের বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার দিবাগত রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন। সোমবারও সকাল থেকেই ছাত্রলীগ, ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে ক্যাম্পাসে। এরমধ্যে দুপুর ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সদস্যরা।

রাস্তা অবরোধ করে তারা দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান। এসময় স্থবির হয়ে পড়ে গোটা শাহবাগ এলাকা। আশপাশের রাস্তার গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়ে। ফলে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

পরে ডাকসু ভিপি নুরুল হক নুর সেখানে বক্তব্য দেন। ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এসময় শাহবাগে রাস্তা দ্রুত ছেড়ে দেয়ার কথা বলেন তিনি। পরে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply