আটলান্টিক মহাসাগর থেকে ৬০ অভিবাসনপ্রার্থী উদ্ধার

|

আটলান্টিক মহাসাগর থেকে কমপক্ষে ৬০ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো স্পেনের কোস্টগার্ড। যাত্রাপথেই প্রাণ হারান এক হতভাগ্য।

রেডক্রসের দাবি, উদ্ধারকৃতদের সবাই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিক। তারা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিলো। কিন্তু, মাঝপথে দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী রাবারের নৌকা। বর্তমানে, তাদের গ্র্যান ক্যানারিয়া বন্দরে নিয়ে আসা হয়েছে।

গেলো বছর, সমুদ্রপথে স্পেনে এসে পৌঁছান ২৬ হাজার ১৬৮ অনিবন্ধিত অভিবাসনপ্রার্থী। ঝুঁকিপূর্ণ এই সফরে প্রাণ হারান কমপক্ষে এক হাজার মানুষ। যা, ২০১৮ সালের তুলনায় সংখ্যাটি ৩১ শতাংশ কমে এসেছে -এমন দাবি জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা- আইএমও’র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply