জনগণের জন্য পুলিশকে সেবক হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

|

সহযোগিতার জন্য এলে কেউ যেন বিড়ম্বনায় না পড়ে সে বিষয়ে পুলিশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

রাতে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বঙ্গভবনে বার্ষিক নৈশভোজে রাষ্ট্রপতি বলেন, মানুষের অভিযোগ ও সমস্যার প্রতিকার পুলিশকে নিশ্চিত করতে হবে। জনগণের জন্য তাদের সেবক হয়ে কাজ করতে হবে পুলিশকে।

রাষ্ট্রপতি জানান, সাধারণ মানুষের কাছে থাকলেই পুলিশকে বন্ধু হিসেবে ভাবতে শুরু করবে জনগণ। এছাড়া অপরাধ দমনে জনগণের সহযোগিতাও অপরিহার্য বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আইজিপিসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply