মার্কিন সেনা সরিয়ে নিতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাস

|

মার্কিন সেনা সরিয়ে নিতে প্রস্তাব পাস হলো ইরাকের পার্লামেন্টে। রোববার এই সিদ্ধান্ত নেন ইরাকের আইন প্রণেতারা।

বাগদাদে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহতের পর এই সিদ্ধান্ত এলো ইরাক সরকারের তরফ থেকে। ওই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়া হয়। ঘটনার প্রতিবাদে জরুরী বৈঠক ডাকা হয় দেশটির পার্লামেন্টে। বিশেষ অধিবেশনে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে প্রস্তাব উত্থাপন করা হয়।

প্রস্তাবে ৩৬৯ সদস্যের মধ্যে ১৭০ জনই প্রস্তাবের পক্ষে সম্মতি দেন। প্রস্তাব পাসে প্রয়োজন ছিলো ১৫০ ভোট।

সাদ্দাম হোসেনের পতনের পর, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটিই ইরাক সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply