বাগদাদে সোলাইমানির জানাজায় মানুষের ঢল, ইরানে জানাজা পড়াবেন খামেনি

|

নিহত জেনারেল কমান্ডার কাসেম সোলাইমানির জানাজায় বাগদাদে শোকাহত লাখো মানুষ অংশ নিয়েছে। তার মরদেহ ঘিরে স্থানটি জনসমুদ্রে পরিণত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি।

গতকাল শনিবার বাগদাদের খাদিমিয়ায় কালো পোশাক পরে হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

মধ্যপ্রাচ্যের ইরানের সামরিক বাহিনীর আধুনিক স্থপতি বলা হয় সোলাইমানিকে। তাকে হত্যার গুরুতর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এদিকে আজ রোববার তার লাশ ইরাক থেকে ইরানে পৌঁছেছে। ইরানের কুদস ফোর্সের প্রধানের জানাজার নামাজ পড়াবেন ইরানের সর্বোচ্চ শক্তিশালী নেতা আয়াতুল্লাহ খামেনি নিজে।

কাসেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে। নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন সোলাইমানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply