ইরানে পৌঁছেছে সোলাইমানির লাশ, কালো পোশাক পরে রাস্তায় জনতা

|

ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত মেজর জেনারেল কাসেম সোলাইমানির লাশ ইরানে পৌঁছেছে। আজ রোববার সকালে দক্ষিণ পশ্চিম ইরানের আহওয়াজ শহরে তার লাশ নিয়ে যাওয়া হয় বাগদাদ থেকে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমান থেকে ইরানের পতাকা দিয়ে মোড়া কফিন বের করা হচ্ছে। একই সময়ে আহওয়াজের বিভিন্ন এলাকায় হাজারো মানুষ কালো পোশাক করে রাস্তা নেমে আসেন।

ইরানের বহির্বিশ্ব সামরিক ও গোয়েন্দা শাখা কুদস ব্রিগেডের প্রধান কাশেম সোলাইমানিকে গত শুক্রবার ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। বাগদাদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ৪ জন সহযোগীসহ তাদের দুটি গাড়িতে হামলা চালানো হলে ঘটনাস্থলেই মারা যান সুলাইমানি।

তার হত্যার জেরে ইরান পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাল্টা হামলা করা হলে এর জবাবে ৫২টি ইরানি অবস্থানে হামলা করা হবে।

ইরানে একাধিক দফা জানাযা শেষে আগামী মঙ্গলবার নিজ শহর কেরমানে দাফন করা হবে সুলাইমানিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply