জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে পুলিশ: প্রধানমন্ত্রী

|

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় পুলিশ বাহিনী দায়িত্বশীল ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে। জনগণের যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা, এটা পুলিশ বাহিনী আজকে করেছে। ৯৯৯- এখানে যেকোনো সমস্যায় পড়ে মানুষ টেলিফোন করলে পুলিশ ছুটে যায় এবং তাদের উদ্ধার করে।

রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের আয়োজন যোগ দেন প্রধানমন্ত্রী। প্যারেড পরিদর্শনের পর বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক তুলে দেন বাহিনীর ১১৮ সদস্যকে।

পরে বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ পুলিশ বাহিনী প্রতিরোধ করেছে। জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তায় আইন সংস্কার করা হয়েছে। এটির সুফল পেতে একদিকে যেমন জনসচেতনতা সৃষ্টি করতে হবে, পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

জনবান্ধব পুলিশ হিসেবে আপরাধ দমনে সদস্যদের কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। পরে পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply