উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে গেলে লেখাপড়ার বিকল্প নেই: সালমা ইসলাম

|

উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে গেলে লেখাপড়ার বিকল্প নেই। তাই সন্তানদের শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।

আজ শনিবার নবাবগঞ্জের চুড়াইন, গালিমপুর, আগলাসহ সাতটি ইউনিয়নের চার হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দোহার-নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক, বিদ্যুৎ ব্যবস্থাসহ সব সেক্টরের অভূতপূর্ব উন্নতি হয়েছে। যার সুফল ভোগ করছে সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply