গণতন্ত্রকে সুসংহত করতে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন: কাদের

|

গণতন্ত্রকে সুসংহত করতে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি করেছে।

আজ শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টি- (জেপি)’র কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে ১৪ দলের ঐক্য আছে-থাকবে। তিনি বলেন, অনেক অশুভ চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের বিরুদ্ধে ১৪ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনায় কারা পরিকল্পনাকারী তা সবার জানা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতো কিছুর পরও আওয়ামী লীগ রাজনৈতিক দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply