মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ

|

বিমান হামলায় ইরানি শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর নিজেদের নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন পররাষ্ট্রদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, মার্কিন দূতাবাসে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার কারণে সব ধরনের কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। মার্কিন নাগরিকরা যেন দূতাবাসে না যায়।

আলজাজিরা জানায়, শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদ্স বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply