টেস্টে ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন যে চার ক্রিকেটার

|

টেস্টে ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন এমন চারজন ব্যাটসম্যানের নাম বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।

২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪০০ রান করেছিলেন লারা। এই রেকর্ড এখনও অক্ষত রয়েছে। ব্রায়ান লারার মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়োজিত সমস্ত প্রতিযোগিতাতেই জেতার ক্ষমতা রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের।

টেস্টে ব্যক্তিগত সর্বাধিক ৪০০ রানের রেকর্ড গড়ের লারা। তার সেই কর্ড শেষ পর্যন্ত কে ভাঙবেন?

এ বিষয়ে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা বলেন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ভাঙতে পারে। বিরাট কোহলি তাড়াতাড়ি ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করলে এই রেকর্ড ভাঙতে পারে। রোহিত শর্মাও নিজের দিনে এটা পারে। তাই এই রেকর্ড ভাঙার মতো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার দিকে এখন থেকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত বিশ্বপর্যায়ের কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি। আইসিসির নানা প্রতিযোগিতায় ফাইনালে ও সেমিফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেনি টিম ইন্ডিয়া।

এ বিষয়ে লারা বলেন, আমার তো মনে হয় যে কোনও প্রতিযোগিতাই জেতার ক্ষমতা রাখে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলিদের এখন টার্গেট করছে সব দল। এটার জন্য প্রশংসা প্রাপ্য ওদের। প্রত্যেক দলই জানে যে কখনও না কখনও ভারতের মুখোমুখি হতেই হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply