কক্সবাজারে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

|

কক্সবাজারের রামুতে শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এরমধ্যে দুজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা কক্সবাজার সদর হাসপাতালসহ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

রামু থানার ওসি আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ঢাকামুখী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভটকারের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারায়। এসময় আহত আরও দুজনকে প্রথমে রামু হাসপাতাল পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহন বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply