প্রসূতির মৃত্যু, অপারেশন টেবিলে রোগী রেখে পালালো চিকিৎসক

|

নওগাঁ ডায়াবেটিক হাসপাতালের অপারেশন থিয়েটারে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গৃহবধূর মরদেহ অপারেশন টেবিলে রেখেই পালিয়ে গেছে চিকিৎসকরা। নিহতের স্বজনদের অভিযোগ- অপারেশনের সময় চিকিৎসকের ভুলে প্রসূতি ইতি বেগমের মৃত্যু হয়েছে।

নিহত ইতি বেগম নওগাঁ শহরের চকরামপুর এলাকার দরিদ্র পিয়াসের স্ত্রী।

আজ সকাল ৮ টার দিকে ইতির প্রসব ব্যথা অনুভব করলে তার পরিবারের পক্ষ থেকে নওগাঁ ডায়াবেটিস সমিতি হাসপাতালে ভর্তি করানো হয়। বেলা সাড়ে ১২ টায় ইতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা দুয়েক পর ডাক্তার কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন জানতে পারেন ইতির মৃত্যু হয়েছে। তখনও ইতির মরদেহ অপারেশন টেবিলে ছিলো।

নিহতের মামা জানিয়েছেন- তাঁর ভাগ্নি অসুস্থ ছিলেন না । নিজে পায়ে হেঁটে হাসপাতলে এসেছেন। ডাক্তারের অপারেশন টেবিলে দেরি দেখে পরিবারের মানুষ কারণ জানতে চাইলে ডাক্তার ও নার্সরা পালিয়ে যায়।

তিনি বলেন- ডাক্তার আঞ্জুমান আরা বেগম তিনি অপারেশন করেছিলেন । ডাক্তার আঞ্জুমান আরার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মমিনুল হক জানান- ঘটনা শুনে তাৎক্ষণিক ডেপুটি সিভিল সার্জন ও কর্মকর্তা সহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি পাঠানো হয়েছে।

এদিকে নওগাঁ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান- ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply