ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

|

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের আশিয়া গ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অন্ততঃ ৭ ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের আশিয়া গ্রামে ব্যাডমিন্টন খেলার সময় কথা-কাটাকাটি থেকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং দু’পক্ষের লোকজন দেশিয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এ সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ ব্যক্তি গুরুতর আহত হয়।

এদের মধ্যে গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মেডিকেল টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী রাজিব (২২), রাজিবের চাচা আতর আলীর ছেলে কিশোরগঞ্জ জজকোর্টের আইনজীবী আল-আমীন (২৮) এবং তাদের প্রতিপক্ষ দলের আবদুল মালেক (৭০) কে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন এবং আল-আমীনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজিবের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply