মহেশপুর সীমান্তে ১৮ জন আটক

|

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত প্রায় ২ মাস ধরে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের জুলুলি বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশু ও পুরুষ সহ ১৮ জন কে আটক করেছে বিজিবির বিশেষ টহল দল।

মহেশপুরের দীর্ঘ সীমান্তের জলুলী বিওপি এলাকা দিয়ে অনুপ্রবেশের পর তাদের কে আটক করা হয় । এদের মধ্যে ৫ জন শিশু, ৫ জন নারী ও ১ দালালসহ ৮ জন পুরুষ রয়েছে।

বিজিবির খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোরে জুলুলী বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবির বিশেষ টহলদল এসব নারী-পুরুষ ও শিশুকে আটক করে । তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পাসেপার্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের হয়েছে ।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫ শ জন কে আটক করল বর্ডার গার্ড বিজিবির বিশেষ টহল দল । তবে সীমান্তে বসবাসকারী স্থানীয়দের দাবি এভাবে অনুপ্রবেশের সংখ্যা আরো কয়েকগুণ বেশি হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply